Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

উপজেলা কৃষি অফিস,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কৃষি বিষয়ক সেবা প্রদানকারী একটি অফিস। এটি উপজেলা পরিষদ সুজানগর, পাবনায় অবস্খিত। নতুন কৃষি প্রযুক্তিসমূহ কৃষক পর্যায়ে সম্প্রসারণ, কৃষি বিষয়ক পরামর্শ প্রদান ও সমস্যা সমাধান, সার, বীজ ও কীটনাশকের সুষম বন্টন ও নিয়ন্ত্রণ, সার, বীজ ও কীটনাশকের ডিলার ও বিক্রেতা নিয়োগ, বীজের সুষম বন্টন ও নিয়ন্ত্রণ, টিসিবির পণ্য মূল্য নিয়ন্দ্রণ তথা কৃষি মন্ত্রণালয়ের অধীন সকল অধিদপ্তর, পরিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠাণ ও বিভাগের বিবিধ মাঠ পর্যায়ের কাজ সম্পাদন, সমন্বয় সাধন, তদারকি ও সহযোগী হিসেবে কেন্দ্রীয় ও মূখ্য ভূমিকা পালন করে করে থাকে। এটি গুড গভর্ন্যান্স ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষি বিয়য়ক সেবা জনগণের দরজায় পৌছেঁ দিতে স্থানীয় সরকারের রেগুলেটরী বডি হিসেবে কাজ করে থাকে।