সুজানগর উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে শীতকালীন পেঁয়াজ, সরিষা, ভুট্টা, খেসারী, গম, মুগ, মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। অদ্য ১৭/১১/২০২২ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে প্রণোদনা কর্মসূচির উদ্ভোদন করা হয়। উদ্ভোবনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মো. শাহিনুজ্জামান শাহীন ( চেয়ারম্যান, উপজেলা পরিষদ)।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মো. রেজাউল করিম ( মেয়র, সুজানগর পৌরসভা)
উদ্ভোদনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন কৃষিবিদ মো. রাফিউল ইসলাম ( উপজেলা কৃষি অফিসার, সুজানগর, পাবনা)।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। প্রতিবারের ন্যায় এই বছরেও রবি মৌসুমে বিভিন্ন ফসলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। আমরা আসা করি, মৌসুমের শুরুতেই কৃষক এই সার ও বীজ পাওয়াই কৃষকরা অনেক উপকৃত হবে। কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে আছে। তিনি আরো বলেন, এই সার ও বীজ আপনারা সঠিক সময়ে মাঠে বপন করবেন, সরকার যে উদ্দেশ্যতে কৃষকদের এই সার ও বীজ বিনামূল্যে বিতরণ করতেছে, সরকারের সেই উদ্দেশ্য যাতে সফল হয় সেজন্য কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
উক্ত উদ্ভোদনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব, মো. তরিকুল ইসলাম ( উপজেলা নির্বাহী অফিসার, সুজানগর, পাবনা)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস