Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি গ্রুপের মাঝে ( এআইএফ-২) কৃষি যন্ত্রপাতি বিতরণ
বিস্তারিত


উপজেলা কৃষি অফিস,  সুজানগর কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে সুজানগর উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-।। (এনএটিপি-২) প্রকল্পের আওতায় এআইএফ-২(  AIF-2) এর মাধ্যমে প্রাপ্ত দুটি সিআইজি গ্রুপ - (১) ভিটবিলা সিআইজি পুরুষ (ফসল) সমবায় সমিতি ও (২) ঘোড়াদহ সিআইজি পুরুষ ( ফসল) সমবায় সমিতির মাঝে ৭০℅ ভর্তুকীর মাধ্যমে প্রতি সিআইজি গ্রুপের মাঝে দুটি পাওয়ার টিলার ও তিনটি রোটার বিতরণ করা হয়। সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ মো.রাফিউল ইসলামের দৃঢ় প্রচেষ্টায় সিআইজি গ্রুপ দুটি ( AIF-2) সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষিবিদ মো. রাফিউল ইসলাম স্যার সকল সিআইজি সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী দেশের কৃষিখাতকে এগিয়ে দিয়ে যেতে বন্ধপরিকর, কৃষি খাতকে আরো শক্তিশালী করতে কৃষিখাতে বিপুল পরিমাণ ভর্তুকী দিয়ে যাচ্ছে, এরি ধারাবাহিকতায় আজকে আপনাদের সিআইজি গ্রুপের মাঝে ৭০% ভর্তুকীতে এই যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে, আমরা আশাবাদী এই যন্ত্রগুলো ব্যবহার করে আপনারা অনেক উপকৃত হবেন এবং দেশের কৃষিখাতকে সামনের দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন। 

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/11/2022
আর্কাইভ তারিখ
31/12/2022